নগরীর প্রধান সড়কে ব্যক্তিগত যানবাহন চলেছে খুবই সীমিত
- আপডেট সময় : ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ব্যাপারে প্রতিদিনই রাজধানীবাসীকে সতর্ক করছে সেনাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারপরও অনেকেই ঘর থেকে বের হচ্ছেন। কেউ কেউ প্রয়োজনে বেরুলেও অনেকে বের হন ঠুনকো অজুহাতে। তাদেরকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়। এদিকে কয়েক দিনের তুলনায় নগরীর প্রধান সড়কে ব্যক্তিগত যানবাহন চলেছে খুবই সীমিত সংখ্যায়। শুক্রবারের নগরচিত্র জানাচ্ছেন হেদায়েত উল্যাহ সীমান্ত।
ঘড়ির কাটায় দুপুর বারোটা। করোনা সংক্রমন রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সব সতর্কতা উপেক্ষা করে, এভাবেই গলির ভিতর দেখা যায় উদাসীন মানুষের জটলা। ঘর থেকে বেরুনো বেশিরভাগই ঠুনেকো অজুহাতের কথা বললেও দু’একজন জরুরি প্রয়োজনের কথা জানান।
বাসাবোর প্রধান সড়কে তখনও, সাধারণ মানুষকে ঘরে রাখতে, জনসচেতনতা তৈরীর চেষ্টায় প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। দোকানে-দোকানে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনার পাশাপাশি হ্যান্ড মাইকে নগরবাসীকে সাবধনতা অবলম্বনের আহবান জানান তারা।
করোনা পরিস্খিতি ভয়াবহতার দিকে যাচ্ছে উল্লেখ করে, জনগণকে আরো বেশি সর্তক থাকার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। এদিন আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতায় নগরীর প্রধান সকড়গুলোতে কয়েকদিনের তুলনায় যানবাহনের উপস্থিতি ছিল কম। তবুও চেকপোষ্টে ছিল পুলিশের কঠোর নজরদারি। তল্লাসীর পাশাপাশি জনগনকে সতর্ক থাকার পরামর্শ দেন তারাও।
সময়ের সাথে করোনার ভয়াবহতা বাড়তে থাকায়, সরকারি নির্দেশনা মেনে চলা কড়াকড়ি করছে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনী।