সরকারের অবহেলায় স্বাস্থ্যখাতে চরম সংকট: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সরকারের অবহেলায় স্বাস্থ্যখাতে চরম সংকট বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে ঢাকার হলি-ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম- পিপিই প্রদানকালে তিনি একথা বলেন। করোনাভাইরাস সংকট নিরসনে সংগঠন দুটির নানামুখী উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। রিজভী বলেন, দেশবাসী এখন প্রাণঘাতী মহামারী করোনার ভয়ে ভীত এবং মারাত্মক সংকটে রয়েছে। তিনি বলেন, এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য গঠন জরুরি। এসময় করোনায় আক্রান্ত ও মারা যাওয়ার পরিসংখ্যান নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন রিজভী।