করোনা আতঙ্কে সবাই যখন ঘরে, তখন কাজের তাড়া কৃষিশ্রমিকদের
- আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে সবাই যখন ঘরে, তখন কাজের তাড়া কৃষিশ্রমিকদের। কারণ, সংসারে খাবারের যোগানের টান, পাশাপাশি উপযুক্ত সময়েই ফসলের পরিচর্যাও প্রয়োজন। তাই আড়মোড়া ভেঙে ছুটছেন মাঠে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে- করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে শ্রমিকদের।
করোনা সতর্কতায় সাধারণ মানুষ এখন ঘরবন্দি। ছুটিতে যেন থমকে গেছে সবকিছুই। সবার দৃষ্টি করোনা পরিস্থিতির দিকেই।কিন্তু সেদিকে মোটেও খেয়াল নেই গ্রামের খেটে খাওয়া মানুষের। চৈত্রের কাঠফাটা রোদ মাথায় নিয়ে কাজ করছেন মাঠে। বিশেষ করে কৃষিশ্রমিকদের অলস সময় কাটানোর মতো সময়ই নেই হাতে। সংসারের খরচ যোগাতে আয়-রোজগারের তাড়া ও ফসল পরিচর্যার উপযুক্ত সময়-কোনোটাই হারাতে চান না তারা। তবে কাজ ফেলে ঘরে থাকলে ত্রাণ মিলবে সে নিশ্চয়তাও নেই-এমন অভিযোগও তাদের।
তবে কৃষি বিভাগ জানিয়েছে, মাঠে মাঠে দল বেঁধে কাজ করা শ্রমিকদের করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। রাজশাহী জেলায় চলতি খরিপ মওসুমে প্রায় এক লাখ হেক্টর জমিতে সবজিসহ নানা ধরনের ফসলের চাষ হয়েছে।