ঘরে থাকা নিশ্চিত করতে কঠোর তৎপরতা চালাচ্ছে সেনাসহ আইন-শৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সবার ঘরে থাকা নিশ্চিত করতে কঠোর তৎপরতা চালাচ্ছে সেনাসহ আইন-শৃঙ্খলা বাহিনী। তারপরও জরুরি প্রয়োজনে ও নিত্যদিনের কেনাকাটায় বার বার ঘর থেকে বের হন অনেক নগরবাসী। তাদেরকে পথে পথে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। জিজ্ঞাসাবাদের নামে হয়রানিরও অভিযোগ করেন তারা।
দেশে করোনা ভাইরাসের আক্রন্ত এবং মৃত্যের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ কারণে ঢাকা সচেষ্ট সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনী।
বিধি নিষেধ থাকলেও নানা প্রয়োজনে ঘরের বাইরে আসতে হচ্ছে নগরবাসীকে। তবে জরুরী প্রয়োজনে বের হয়েও অনেকেই পড়তে হচ্ছে ভোগান্তিতে।
জরুরি প্রয়োজনে বাইরে আসা নগরবাসীকেও পড়তে হয় পুলিশের তল্লাশিতে। প্রয়োজনীয় কাজের কথা বলেও রেহাই মিলছে না বলে অভিযোগ করেন তারা।
অহেতুক হয়রানির কথা অস্বীকার করে, কর্তব্যরত পুলিশের দাবি, করোনার সংক্রমন ঠেকাতে জাতীয় স্বার্থেই কাজ করছেন তারা।
চলমান টানা ছুটিতে অনেকে হাফিয়ে উঠলেও, নিজেদের সুরক্ষার পাশাপাশি সবার সুরক্ষা নিশ্চিত করতে, প্রত্যেকের ঘরে থাকা জরুরি বলে মনে করেন নগরবাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।