গোপালগঞ্জ ও মেহেরপুরে ট্রলি চাপায় এক শিশুসহ দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছে।
গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে শাহাদাত মোল্যা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক রতন বৈরাগী জানান, ইট বোঝাই ট্রলিটি মুকসুদপুর থেকে থেকে কাশিয়ানীর চকবনদৌলা যাবার পথে আড়পাড়া গ্রামে পৌঁছুলে শাহাদাত মোল্যা উপর থেকে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনীতে ট্রলিচাপায় সামিয়া নামের এক শিশু নিহত হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সামিয়া রাস্তার পাশে খেলা করছিলো। এসময় সাহারবাটি এলাকা থেকে অবৈধ ট্রলিতে বালি নিয়ে নওয়াপাড়া যাওয়ার পথে তাকে চাপা দেয়। গাংনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।