প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়েছে ‘মদিনা বাংলাদেশি কমিউনিটি’
- আপডেট সময় : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়েছে ‘মদিনা বাংলাদেশি কমিউনিটি’ নামে একটি সংগঠন। সংকটে থাকা প্রবাসীদের নিত্য-প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে তারা।
সৌদি আরবের মদিনায় প্রায় কয়েক লাখ বাংলাদেশির বসবাস। এদের অধিকাংশই বিভিন্ন পেশার সাথে জড়িত। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কারফিউ চলায় বিপাকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা । সবকিছু বন্ধ থাকায় চরম উদ্বেগ-উৎকন্ঠায় দিন পার করছেন তারা।
এমন বাস্তবতায় প্রবাসীদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মদিনা বাংলাদেশি কমিউনিটি। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন বাংলাদেশিদের মাঝে চাল, ডাল, আলু, তেল ও নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন সংগঠনের নেতারা।
কমিউনিটির নেতারা জানান, ক্রমান্বয়ে মদিনায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশী প্রবাসী, সবার মাঝে খাদ্য সহায়তাসহ, অসুস্থ্যদের চিকিৎসা সেবায় এগিয়ে আসবে এ সংগঠন।