ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯শ’ কেজি বিজিডি’র চালসহ ৫ জন আটক
- আপডেট সময় : ০৮:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জন্য দেয়া খাদ্য সহাতার ৯শ’ কেজি বিজিডি’র চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসব চাল কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী খাদ্য সহায়তার চাল রবিবার সকালেই আড়াইসিধা ইউনিয়ন পরিষদ থেকে ১শ’ ৪১ পরিবারের মাঝে চার হাজার ২শ’ ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এসব চাল দুস্থ, অসহায় ও গরীব মহিলা বিজিডি কার্ডধারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসব চাল ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বাড়িতে নেয়ার আগেই পরিষদ থেকে কিছু দূরে গিয়ে ৩১ জন কার্ডধারী বিক্রি করে দেয়। এই চাল সংগ্রহ করে আর এনে অটো রাইস মিলের মালিক নাজমুল হকের কাছে পাঠানোর জন্য মজুদ করছিল তারা। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার গিয়ে আড়াইসিধা সামসু মিয়ার বাড়ির আল আমিনের গরুর খামারে অভিযান চালায়। সেখান থেকে ১১টি বস্তায় ৫শ’ ৯৭ কেজি চাল উদ্ধার করে। এসময় ৪ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার আলমনগরে অভিযান চালিয়ে নাজমুল মিয়ার আর এন অটো রাইস মিল থেকে ৩শ’ কেজি চাল উদ্ধার করেন। এদিকে, বিজয়নগরের বিষ্ণপুর থেকে আরো ১৪ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে।