করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দু’জনসহ গোপালগঞ্জ, জামালপুর ও জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সূর্যকান্ত হাসপাতালে তাদের মৃত্যু হয়। সিভিল সার্জন জানান, গোলপুকুর পাড় এলাকার ডা. শামস জাভেদ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। দু’দিন আগে পরীক্ষা করা নমুনাতে তার করোনা শনাক্ত হয়নি। সকালে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। সে কিশোরগঞ্জের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মোঃ শাহজাহান নামে আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ।
গোপালগঞ্জে জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আসমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। গেলো রাতে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন জানান, রাতে আসমা বেগম নামের ওই নারী জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তিনি মারা যান।
জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে জ্বর সর্দি ও শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। একই উপজেলার বাহাদুরপুরের এক যুবক, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া ও জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ইসলামপুরের বাহাদুরপুর ও জামালপুর শহরের মুসলিমাবাদের ব্যক্তি নারায়নগঞ্জে গার্মেন্টের কর্মী। তারা দুজন ৮ দিন আগে বাড়ি ফেরে।