ত্রাণ নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ত্রাণ নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে, কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পায়, তা নিশ্চিতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভান্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়ার আশংকা থেকেই, সরকার আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে।
করোনা সংকট মোকাবেলায় দুপুরে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে ৩৩টি ব্যক্তি এবং প্রতিষ্ঠান নগদ অর্থ, চেক ও পিপিই প্রদান করে। প্রধানমন্ত্রীর পক্ষে তার মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এসব অনুদান গ্রহণ করেন। এ সময় ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ত্রান বিতরনে কোন রকম অনিয়ম বা দূর্নীতি হলে, সে যে দলেরই হোক না কেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোন ত্রুটি বরদাস্ত করা হবে না।
অযথা নেতিবাচক উদ্দেশ্যে সরকারের সমালোচনায় ব্যস্ত না থেকে, ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন।
ভীড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেণ, প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড চালু করা হবে যেন সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া যায়।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবিলায় আগাম ব্যবস্থা হিসেবে সরকার প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।