আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে
- আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে, ১০ টাকা কেজিতে চাল দেয়ার জন্য আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নিয়ে অমানবিক হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। রমজানে ঘরে বসে তারাবীহসহ নামাজ আদায়ে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
করোনা বা কোভিড নাইনটিন ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান সরকারি কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে, গণভবন থেকে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা সংকট মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে, সচেতনতার সাথে তা পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ সুরক্ষার ব্যবস্থা নিয়ে প্রতিটি জরুরি সেবা প্রতিষ্ঠানে লোক সমাগম কমিয়ে কাজ করতে হবে। এক খন্ড জমি যেন অনাবাদি না থাকে সেদিকেও নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলে, হাট বাজার ও ধর্মীয় প্রার্থনালয়েও জরুরী সময়ে জনসমাগম করা যাবে না।
সম্ভাব্য বৈশ্বিক দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষা করতে, প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রনোদনা ঘোষণার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিন বছর মেয়াদী নীতি গ্রহন করেছে সরকার। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সবার ঘরে খাদ্য পৌঁছে দিতে কাজ শুরু হয়েছে ।
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় পিপিই, মাস্ক, ও করোনা প্রতিরোধক সামগ্রী আছে জানিয়ে সরকার প্রধান বলেন, এই মানবিক বিপর্যয়ে অমানবিক আচরণ করা যাবে না।
ত্রান বিতরণে কোন অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন শেখ হাসিনা।