চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৯ রোগী শনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৯ রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধশত ছাড়ালো। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি।
নতুন আক্রান্তদের দু’জনের বাড়ি চট্টগ্রামে; বাকি ১৭ জনেরই বাড়ি লক্ষীপুরে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় মোট ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত দু’জনকে চট্টগ্রাম আন্দরকিল্লা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া লক্ষীপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে সেখানকার আক্রান্তদের ব্যাপারে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্ত রোগীদের বাসাসহ আশপাশের বাড়ী লকডাউন করতে প্রসাশনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।