ফের বেড়েছে আদা-পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রমজানকে সামনে রেখে আমদানি কমার অজুহাতে সপ্তাহর ব্যবধানে ফের বেড়েছে আদা-পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। আদা কেজিতে ১শ’ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা, ভারতীয় রশুনের কেজি ১৭০ টাকা হলেও পেয়াঁজের দাম বেড়ে হয়েছে ৬০ টাকা কেজি। মসুর ডাল ১৩০ টাকায় উঠেছে, আর ছোলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। পাশাপাশি দাম বেড়েছে মসলারও। এলাচের কেজি সাড়ে ৪ হাজার টাকা। তবে চাল বিক্রি হচ্ছে আগের সপ্তার চড়া দামেই। ডিমের দাম কম থাকলেও বেড়েছে মাছের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম তদারকিতে থাকার দাবি করলেও নিয়ন্ত্রণে নেই দ্রব্যমূল্য।
রাজধানী ঢাকায় খুব বেশী প্রয়োজন না হলে মানুষ এখন বাজারমুখী না হওয়ায় কমে গেছে চাহিদা। তারপরও আমদানি কমার অজুহাতে রমজানকে ঘিরে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
করোনা সংক্রমণ ঠেকাতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি করছে বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক টিম। তারপরও লাগাম টেনে ধরা যাচ্ছে না পণ্যমূল্যের।
এদিকে গত সপ্তার চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আর যথেষ্ট সরবরাহ থাকলেও কেজিতে প্রায় ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের কাঁচা শাক-সবজি।
মাছবাজারে ইলিশের সরবরাহে ঘাটতি নেই। তারপরও এক কেজি ওজনের প্রতিহালি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা। অন্য মাছের দামও বাড়তি। তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগি এবং গরু-খাসির মাংস ও ডিমের দাম।