অর্থনীতিকে ফের সচল করতে গভর্নরদের নির্দেশনা দিলেন ট্রাম্প

- আপডেট সময় : ০৩:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনাভাইরাস যখন অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, তখন অর্থনীতিকে ফের সচল করতে গভর্নরদের নির্দেশনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘যুক্তরাষ্ট্রকে ফের সচল করার’ পরামর্শে তিন স্তরের পরিকল্পনা নিয়ে এলেন তিনি, যাতে লকডাউন ধীরে ধীরে শিথিল করতে পারেন গভর্নররা।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের করোনা যুদ্ধের পরবর্তী ফ্রন্ট হচ্ছে- যুক্তরাষ্ট্রকে খুলে দেয়া। শাটডাউন দীর্ঘমেয়াদে টেকসই কোনো সমাধান নয়। আর দীর্ঘমেয়াদী অবরোধ জনস্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ‘পরিস্থিতি অনুমোদন করলে’ সুস্থ নাগরিকদের কাজে ফেরার সুযোগ দেয়া হতে পারে জানিয়ে ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যগুলো চাইলে যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্ব এবং অসুস্থদের ঘরে থাকার নির্দেশনাগুলো চালু রাখতে পারে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের। তাতে কেন্দ্রীয় সরকার তাদের সহায়তা করবে। যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত থাকার মধ্যেই ট্রাম্পের এ প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।