যশোর জিনোম সেন্টারে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে।
জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বলেন, সিভিল সার্জন অফিস থেকে ১৩টি নমুনা পাঠানো হয়েছিল। সেগুলোর পরীক্ষা করা হয়েছে। একসাথে এখানে ৯৬ জনের পরীক্ষা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চারজন শিক্ষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করছেন। এ ছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’জন শিক্ষক এই ল্যাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরও প্রশিক্ষিত করে ল্যাবে যুক্ত করা হবে। ল্যাবটি ২৪ ঘণ্টা চালু রাখারও সক্ষমতা রয়েছে।