ময়মনসিংহ ও গাইবান্ধায় সরকারি চাল উদ্ধার, ১ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালের দোকানঘরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ বস্তা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেয়ার প্রাইজের ১৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালের দোকানঘরে খাদ্যবান্ধব কর্মমসূচির ১৬ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ১৬ বস্তা চালসহ দোকানটি সিলগালা করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে বিকালে ফেয়ার প্রাইজের ডিলার জাহিদুল ইসলামের কাছ থেকে গোহাটি পাড়ার সাজু মিয়া ১৪ বস্তা চাল কালোবাজারে কিনে অটো যোগে নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ চালসহ আটোরিক্সাটিকে আটক করলে চাল ক্রেতা সাজু দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ অটোচালক জাহিদ মিয়াকে আটক করে। তার দেয়া তথ্য মতে ফেয়ার প্রাইজের ডিলার জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, রাতে ডিলার ও অটোচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।