বেনাপোলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
- আপডেট সময় : ১২:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশ অমান্য করে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর-বেনাপোলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায়, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কাস্টমস ও বন্দর খোলা থাকলেও বেসরকারি ব্যাংকগুলো বন্ধ থাকায়, আমদানিকারকরা লেনদেনের অভাবে বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না। এ কারণে বন্দরে আটকা পড়েছে কোটি কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী।
বেনাপোল বন্দর এলাকায় সরকারি-বেসরকারি মিলিয়ে ব্যাংক রয়েছে ১৮টি। এর মধ্যে সোনালী, জনতা, অগ্রণী, ইসলামী ও সীমান্ত ব্যাংক খোলা থাকলেও, বন্ধ রয়েছে অধিকাংশ বেসরকারি ব্যাংক। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।
সরকার যেখানে বেনাপোল বন্দর সচল রাখতে, সাত দিনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে, সেখানে ব্যাংক বন্ধ থাকায় হতবাক ব্যবসায়ীরা। তারা জানান, আমদানিকারকরা লেনদেনের অভাবে বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না।
করোনা পরিস্থিতিতে খোলা থাকার নির্দেশনা মেনেই ব্যাংকের গ্রাহকসেবা দেয়ার কথা জানান ম্যানেজাররা।
করোনার মধ্যে সরকারি নির্দেশে দেশের সব বন্দর এলাকায় প্রতিদিন ব্যাংক তিনঘণ্টা খোলা রয়েছে। শুধু বেনাপোল বন্দরের সব ব্যাংক এ নির্দেশনা পালন করছে না। এ ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন- এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও গ্রাহকদের।