করোনা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা
- আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় অঘোষিত লকডাউনেও ঢাকাবাসীর ঘরের বাইরে বেরুনো ঠেকানো যাচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নির্দেশনার পর সামাজিক দূরত্ব বজায় রাখতে মহানগরীতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। যারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন, তাদের অর্থদন্ড ছাড়াও ঘরে ফেরত পাঠানো হয়। আর সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখতে পুরো নগরী জুড়ে তৎপরতা চালাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কড়া নির্দেশনার পর রাজধানীবাসীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে পুলিশ। চেকপোষ্টগুলোতে ঘর হতে বের হওয়া নগরবাসীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
রাজধানীতে হোম কোয়ারেন্টাইন ও ঘরে থাকা নিশ্চিত করতে সেনাসদস্যদের টহল ও প্রচারনা জোরদার করা হয়েছে।
নগরবাসীর স্বার্থেই সবার ঘরে থাকা উচিত বলে জানান এই সেনা কর্মকর্তা।
নগরবাসীকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষায় কঠোর অবস্থানে রেবও। নয়াবাজার এলাকায় বিনা কারণে ঘর থেকে বের হওয়াদের গুণতে হয় জরিমানা। অনেকেকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হয়।
বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের আইনের আওতায় আনার কথা জানান েরেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
করোনা থেকে নিজেদের রক্ষায় আরো কিছুদিন ঘরে থাকা উচিত বলে মনে করেন সবাই।