রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখা যাবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পরিবহন, আবাসন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অতি প্রয়োজনীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে জনগণকে আরো সচেতন হতে হবে। সকালে গণভবনে ঢাকা ও ময়নসিংহের বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সে একথা বলেন প্রধানমন্ত্রী। আসন্ন রমজানে বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচী চালু করা হবে বলেও জানান শেখ হাসিনা।
করোনা বা কোভিড নাইন্টিন ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশব্যাপী চলমান সরকারি কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে ঢাকা ও ময়মনসিংহের ৮টি জেলার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জনগন আরো সচেতন হয়ে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চললে, করোনা নিয়ন্ত্রন সহজ হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনজীবন যেন স্থবির না হয়ে যায় সে কারনে হাট বাজার সীমিত আকারে খোলা রাখতে হবে। আসন্ন রমজান মাসে খাদ্যদ্রব্যে যেন কোন সংকট না হয় এবং সবাই যাতে নির্দিষ্ট মুল্যে খাদ্যদ্রব্য কিনতে পারে সেজন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।
ত্রাণ বিতরন পর্যবেক্ষনে সচিবদের জেলা ভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী তিন বছরের পরিকল্পনা করে আর্থিক প্রনোদনা ঘোষণা করা হয়েছে।
কৃষি পণ্য পরিবহন, ধান কাটার শ্রমিকদের যাতায়াতে ও কৃষকদেরকে সহযোগীতার নির্দেশ দেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে করোনা পরীক্ষা করতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে এ মহামারী মোকাবিলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।