দেশে প্রথমবারের মতো ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে
- আপডেট সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মোকাবিলায় দেশে প্রথমবারের মতো ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে। সম্পুর্ণ ব্যক্তি উদ্যোগে একদল মানবিক ডাক্তার এই হাসপাতাল তৈরীর কাজ করছেন। আর তাদের সাহায্যে এগিয়ে এসেছে শতাধিক স্বেচ্ছাসেবক তরুণ তরুণী। দু’-এক দিনের মধ্যেই রোগী গ্রহণের জন্য প্রস্তুত হবে ৬০ শয্যার হাসপাতালটি। যেখানে আইসিইউ ভেন্টিলেটরসহ সব আধুনিক সুবিধাদি থাকছে। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সীতাকুণ্ডের ফৌজদারহাটে একটি মোটর কোম্পানীর ওয়ার্কসপটি ফিল্ড হাসপাতালে রূপান্তরের কাজ চলছে। দুই এক দিনের মধ্যেই করোনা আক্রান্ত রোগীর সেবা দিতে প্রস্তুত হবে এটি। ইতিমধ্যে বেডসহ চিকিৎসা সামগ্রী ও যন্ত্রাংশ এসে পৌছেছে।
সম্পুর্ণ বিনা খরচে করোনা আক্রান্ত রোগীর সেবা দিতে উন্নত বিশ্বের আদলে ফিল্ড হাসপাতাল গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পনার কথা জানান ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। মুহুর্তেই এগিয়ে আসেন একদল ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবক। আর তাই ফিল্ড হাসপাতাল গড়তে পেছনে ফিরে তাকাতে হয়নি। জুটে যায় একটি স্থাপনাও।
করোনার ভয়ে অনেক চিকিৎসক যেখানে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছেন, সেখানে আক্রান্ত রোগীর সেবায় এগিয়ে এসেছে একদল তরুণ-তরুণী। আর আর্ত-মানবতার সেবায় নিজেদের স্থাপনা ছেড়ে দিয়েছে নাভানা গ্রুপ।
ব্যক্তি পর্যায়ে ফিল্ড হাসপাতাল গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য বিভাগের পরিচালক বললেন, এভাবে সবাই এগিয়ে এলে করোনা সংকট মোকাবিলা সহজ হবে।
৬০ শয্যার এই হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটরসহ আধুনিক সব সুযোগ সুবিধায় থাকছে।