প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অন্তত ৫ থেকে ৬ হাজার মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সারাবিশ্বে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে বিশ্বব্যাপি মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ পার হয়ে গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষের।
প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অন্তত ৫ থেকে ৬ হাজার মানুষ। আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে ৫০ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপি মারাত্মকভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতি এই ভাইরাসে এরই মধ্যে বিপর্যস্ত ২১০টি দেশ ও অঞ্চল। এ পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ লাখ ৩২ হাজার ৪৯০জন। আর মৃত্যুবরণ করেছে মোট ১ লাখ ৭৫ হাজার ৪১২ জন। সুস্থ হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬০১ জন।