কুষ্টিয়ায় বন্ধ হয়ে পড়েছে কৃষি উপকরণ সরবরাহ
- আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা না থাকায় কুষ্টিয়ায় বন্ধ হয়ে পড়েছে কৃষি উপকরণ সরবরাহ। লকডাউনের মাঝে চলাচল করতে পারছে না কৃষি উপকরণ সরবরাহের পরিবহন, খুলছে না সার-বীজ-কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠানও। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।
কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ী ইউনিয়নে বোরো ধানের মাঠের এমন চিত্র দেশজুড়েই। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সামনে আমন মৌসুম। কিন্তু কৃষকের মুখে হাসি নেই। করোনা পরিস্থিতিতে কৃষকের হাসি এখন ম্লান। মাঠে দেখা দিয়েছে শীষকাটা, ব্লাষ্ট, খোলাপড়া, বাদামী গাছ ফড়িংসহ নানা পোকামাকড়ের আক্রমণ। অথচ বাজারে সার-বীজ-কীটনাশক না পেয়ে ফলনে এবার ব্যাপক মার খাওয়ার আশংকায় হতাশ কৃষকরা।
কুষ্টিয়া শহরসহ সব উপজেলা সদর ও ইউনিয়ন এলাকায় রয়েছে বিভিন্ন কোম্পানীর কয়েকশ’ সার-বীজ ও কীটনাশকের দোকান। করোনার কারণে প্রশাসনের নির্দেশে গত এক মাস ধরে এসব দোকান ও ডিলারের ঘর বন্ধ। সারাদিন ঘুরেও দোকান খোলা না পেয়ে ফিরে যাচ্ছেন কৃষকরা।
কেউ কেউ দিনে এক-আধ ঘন্টার জন্য দোকান খুললেও প্রশাসনের ভয়ে দিনভর দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় সার-বীজ কীটনাশকের জন্য অনেক কৃষক ডিলারের বাড়ীতে গিয়েও ধর্ণা দিচ্ছেন।
করোনায় দীর্ঘ লকডাউনে খাদ্য নিরাপত্তার বিষয়টিই বড় চ্যালেঞ্জে পড়বে বলে জানান কৃষি-উপকরণ সরবরাহের সবচে’ বড় কোম্পানির এই কর্মকর্তা।
ডিলাররা পুলিশের চাপে দোকান বন্ধ রেখেছে জানিয়ে কৃষি কর্মকর্তা বললেন, সাধারণ ওষুধের দোকানের মতো সার-বীজ-কীটনাশক বিক্রির দোকান খোলা রাখতে বাধা থাকার কথা নয়।
ওষুধ শিল্পের মতো কৃষি উপকরণ সরবরাহের দোকানগুলোও স্বাভাবিক সময়ের মতো খোলা রাখার দাবি ভুক্তভোগী কৃষকদের।