নৌপথে কার্গো চলাচল অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা
- আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খাদ্য ও পণ্য পরিবহন অব্যাহত রাখতে নৌপথে কার্গো চলাচল অব্যাহত রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। নিয়োজিত শ্রমিকদের সর্বোচ্চ সুরক্ষার নির্দেশনা দেন তিনি। আর এ শিল্পের শ্রমিকদের বাঁচাতে ১ হাজার কোটি টাকার প্রনোদনা চেয়েছে কার্গো ভেসেল মালিক সমিতি। দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে তারা এসব বলেন।
প্রায় ১ মাস ধরে বন্ধ সকল প্রকার যাত্রীবাহী নৌযান চলাচল। তবে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বন্ধ নেই পন্যবাহী ছোট বড় জাহাজ চলাচল । তুলনামুলক চাহিদা কম থাকায় এবং দেশব্যাপী অঘোষিত লকডাউন চলায় অনেক কার্গো ও মালবাহী নৌযান শ্রমিকরা দুর্দশায় আছেন।
এই সংকট কাটাতে নৌপ্রতিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্গো ভেসেল মালিক সমিতি, কন্টেইনার জাহাজ মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।
প্রতিমন্ত্রী বলেন, শত প্রতিকুলতা সত্ত্বেও পন্যের অবাধ যাতায়াতে নৌ কর্মকাণ্ড সচল রাখতে হবে।
শ্রমিকদের দুর্দশা তুলে ধরে ৪ শতাংশ সুদে অর্থিক প্রনোদনার দাবি জানায় কার্গো ভেসেল মালিক সমিতি।
বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, নৌ-পুলিশের ডিআইজি উপস্থিত ছিলেন।