স্বল্প পরিসরে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন
- আপডেট সময় : ০২:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনের মতে, অনলাইনে বিচারিক কার্যক্রম শুরু করতে সুপ্রিমকোর্ট রুলস সংশোধন করতে হবে। তবে বিচারপ্রার্থীদের স্বার্থেই স্বল্প পরিসরে বিচার শুরু করা প্রয়োজন। আর দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের মতে, মামলা জট কমাতে এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
করোনা পরিস্থিতির কারণে সরকারি ছুটির পাশাপাশি দেশজুড়ে বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে অনলাইনে স্বল্প পরিসরে বিচার শুরু করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন ১৪ জন আইনজীবী। এসএ টিভিকে দেওয়া অনলাইন ভিডিও বার্তায় নিজেদের যুক্তি তুলে ধরেন আবেদনকারীরা।
এ বিষয়ে ভিন্নমত জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তবে স্বল্প পরিসরে বিচার শুরু করা প্রয়োজন বলেও মত দেন তিনি। দুদকের আইনজীবীর মতে, বিচার বিভাগে ৩৩ লাখের বেশী মামলা জটের বিষয়টি বিবেচনায় নিয়েই স্বল্প পরিসরে বিচার শুরু করা প্রয়োজন।
মামলা অ্যাফিডেভিট করতে গিয়ে কেউ যেন সংক্রমিত না হয় সেই পরামর্শও দেন খুরশীদ আলম খান। আইনজীবীদের লিখিত দাবি প্রাপ্তি স্বীকার করে মুঠোফোনে সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানান, বিধি মোতাবেক সুপ্রিমকোর্টের উভয় বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।