করোনা আক্রান্ত ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরকারের কোন সিদ্ধান্ত নেই :তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত ভিআইপি ব্যক্তিদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরকারের কোন সিদ্ধান্ত নেই। দু’একটি অনলাইন যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম সমম্বয় ও করণীয় নির্ধারণী সভাশেষে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ঢাকার চেয়ে চট্টগ্রাম এখনো অনেক ভালো আছে। এ পরিস্থিতি ধরে রাখার ব্যাপারে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল বক্তব্য রাখেন।