লকডাউন আরো দীর্ঘ হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতায় কোন ঘাটতি হবে না :এলজিআরডি মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির কারণে লকডাউন আরো দীর্ঘ হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতায় কোন ঘাটতি হবে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
বিকেলে মন্ত্রী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, মানুষের সচেতনতার অভাবে এখনো কোথাও কোথাও সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলেও জানান তিনি।