করোনা সংকটে সারাদেশে জনগনের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা সংকট মোকাবেলায় সারাদেশে জনগনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ অনুযায়ী এ দুর্যোগে বিপদগ্রস্থ মানুষকে মাঝে সচেতনতা বৃদ্ধি, ত্রান ও করোনা প্রতিরোধক সামগ্রীই শুধু নয়, চিকিৎসক, কৃষক, পুলিশকে সহায়তা করছে ক্ষমতাসীন দল ও এর অঙ্গ সংগঠনগুলো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষীত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যান উপকমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সরকারি বাসভবন থেকে ভিডিও কানফারেন্সিংএ যুক্ত হন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এই সংকটকালে যারা কষ্টে আছেন সেসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে।
দলীয় প্রধানের আহ্বানে কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান উপকমিটি এক মাস ধরে সারাদেশে শ্রেনী পেশার মানুষ ও নিম্নবিত্তদের মাঝে খাবার, করোনা প্রতিরোধক সামগ্রী এবং চিকিৎসকদের পিপিই, মাস্কসহ নানা সামগ্রী দিয়ে আসছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে ত্রান পৌঁছে দিচ্ছে যুবলীগ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে পিপিই, গ্লাভস, মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী দিয়েছে তারা।
করোনা আক্রান্ত রুগীদের হাসপাতালে আনা- নেয়া এবং মৃতব্যক্তির লাশ বাড়ীতে পৌঁছে দেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ৪০ জন ডাক্তারের মাধ্যমে রাজধানীর ১০টি পয়েন্ট থেকে এই সার্ভিস ২৪ ঘন্টা পরিচালিত হবে।
এদিকে বিভিন্ন জেলায় কৃষকের ধান কাটা ও পরিবহনে সাহায্য করছে ছাত্রলীগ। আর কৃষকের প্রয়োজনে পাশে দাঁড়াতে হট লাইন চালু কৃষকলীগ।