ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে মোমেনা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর এস.কে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার মোমেনা বেগমের করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকেই তিনি এস.কে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নিলে সেখানেই তার মৃত্যু হয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে বিকেলেই তার দাফন সম্পন্ন হয়েছে।