বাজারে নতুন করে বেড়েছে নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রমজানের প্রভাবে বাজারে নতুন করে বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে বেগুণ ও শসার দাম। এরপর কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা ও লেবু। আদা ও রসুনের সঙ্গে বেড়েছে মাছ ও মুরগির দাম বেড়েছে। পেয়াজের মতো আগের দামে বিক্রি হচ্ছে মাংস। তবে মোটা চালের দাম কিছুটা বেড়েছে। রমজানের আগ মুহুর্তে নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
রমজানের শুরুতে নিত্যপন্যের দাম বাড়ার প্রচলিত রীতির করোনায় ব্যতিক্রম ঘটেনি। আর তাই বাজারে সবজিসহ নিত্যপন্যের দাম বেড়েছে নতুন করে। সব ধরনের সবজি কেজিতে পাঁচ থেকে ২০ টাকা বেড়েছে। আকাশ ছোয়া দাম বেগুন ও শসার। এক সপ্তাহ আগে ২০ থেকে ৩০ টাকা কেচিতে বেগুন বিক্রি হলেও এখনর তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকার শসা বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা আর ৪০ টাকা কেজির কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়াপাতা কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা, পুদিনা পাতা ১৪০ টাকা। ২০ থেকে ৩০ টাকা হালির লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ টাকায়।
রমজানের প্রাক্কালে নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা দুষছেন অতি মুনাফালোভী বিক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, করোনার কারণে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ৩শ থেকে ৩৫০ টাকায়। রসুনের দামও কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়; তবে চায়না রসুন ১৬০ থেকে ১৭০ টাকা। পেঁয়াজ নতুন করে ঝাঁঝ না বাড়লেও দেশিটা প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বেড়েছে মুরগির। কেজিতে ২০ টাকা বেড়ে বয়লার বিক্রি হচ্ছে ১৪০ টাকা, লেয়ার ২২০ টাকা, সাদা লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা।আর কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি সোনালি ২৮০ থেকে ৩০০ টাকা।
দু’সপ্তাহ স্থিতিশীল থাকলেও কিছুটা চড়া ডিমের দাম। ফার্মের লাল ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, দেশি মুরগি ১৫০ টাকা, সোনালি মুরগির ডিম ১৩০, হাঁস ১২০ থেকে ১২৫ টাকা।
মাছের বাজারেও একই চিত্র; দাম বেড়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১০৫০ টাকা। আর বড় ইলিশ ১২শ টাকা কেজি।
ভক্সপপ..ক্রেতা+বিক্রেতা।
আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, চোলা ও খোলা সয়াবিন। তবে মোটা চাল কেজিতে ৩-৪টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা।
গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা আর বকড়ির মাংস ৭৫০ টাকা।