বিএনপি জাতীয় টাস্কফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিএনপি জাতীয় টাস্কফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করতে হবে। কিন্তু বিশ্বের কোথাও টাস্কফোর্সের নজির নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই অসহায় জীবন-যাপন করছে।এই ধরনের মানুষদের খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। ভিআইপি দের জন্য আলাদা কোন সেবা দেয়ার অনুমতি প্রধানমন্ত্রী দেননি বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।