করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের জন্য ৮০০ স্বেচ্ছাসেবক নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগের জন্য ৮০০ স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে ৪০০ জনকে দেওয়া হবে করোনার টিকা। আর বাকি ৪০০ জনকে দেওয়া হবে মিনিনজাইটিস বা মস্তিস্কের ঝিল্লি প্রদাহ টিকা।
পরীক্ষামূলকভাবে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার মানুষের শরীরে প্রয়োগ শুরু হয়। প্রথম দিনে দুজনকে এই টিকা দেয়া হয়।করোনাভাইরাসের এই টিকা শরীরে গ্রহণকারী প্রথম ব্যক্তি হলেন একজন নারী। তার নাম এলিসা গ্রানাটো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ টিকাবিদ সারাহ ক্যাথেরিন গিলবার্টের তত্ত্বাবধানে একদল বিজ্ঞানী মাত্র ৯০ দিনে তৈরি করেছেন করোনার এই টিকা। তারা এই টিকা করোনার বিরুদ্ধে কাজ করবে বলে ৮০ শতাংশ আশাবাদী।