রাজশাহীতে এই প্রথম এক করোনা রোগীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে এই প্রথম এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮০ বছর বয়সী মৃত আব্দুস সোবহানের বাড়ি বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামে। সকাল পৌনে আটটার দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ১৭ এপ্রিল জ্বর ও প্রসাবের জ্বালাপোড়া নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন আব্দুস সোবহান। তবে দু-তিন দিন পর সন্দেহ হলে তার করোনা টেস্টে পজিটিভ আসে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।