শিগগিরই সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাসের মতো কালো অধ্যায় অতিক্রম করা সম্ভব হবে
- আপডেট সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শিগগিরই সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাসের মতো কালো অধ্যায় অতিক্রম করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে করোনা মহামারীর মতো যে কোনো বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেবরিয়াসুসকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের যে কোনো বিশ্ব বিপর্যয় কার্যকরভাবে মোকাবিলা করার জন্য সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মতো স্বাস্থ্য বিষয়গুলোতে আরও নীতি ও আর্থিক গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন– বাংলাদেশ বহুপাক্ষিকতায় দঢ়ভাবে বিশ্বাসী। যেহেতু সংক্রামক রোগ এবং মহামারীটি কোনো সীমানাকে বাদ দেয় না। তাই কোভিড ১৯-এর বিস্তার রোধ করতে এবং সার্বিকভাবে জাতিসংঘের মাধ্যমে এবং বিশ্বব্যাপী ডব্লিউএইচওর মাধ্যমে আঞ্চলিকভাবে সংযুক্ত হয়েছে। কেননা সাম্প্রতিক ইতিহাসে এটি একটি অভূতপূর্ব সংকট। এ সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা দেয়া বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন– ‘আশা করি এই মহাবিপর্যয় কাটিয়ে উঠতে ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে।’