খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ১৮ মন্ত্রণালয় ও বিভাগ
- আপডেট সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খুলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ১৮ মন্ত্রণালয় ও বিভাগ। একারণে সচিবালয়ে আসতে শুরু করেছেন মন্ত্রী-সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা। জরুরি কার্য সম্পাদনে সীমিত আকারে সব মন্ত্রণালয় খুলতে পারবে-এমন নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
করোনার কারণে সবশেষ সাধারণ ছুটি ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ ছুটিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অধীন দপ্তরসহ ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। ফলে দীর্ঘ ১ মাস পর সচল হতে শুরু করেছে প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়।
অফিস খোলায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রীসহ কিছুসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত দেখা যায় । স্থানীয় সরকার মন্ত্রী অফিসে যোগ দিয়ে বলেন, দুর্যোগ মোকাবিলা করতেই সারাদেশে এই আয়োজন।
অফিস করেছেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ । নিজ কার্যালয়ে তিনি বলেন, করোনাভাইরাস যাতে বেশি না ছড়ায়, সেজন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।
সাধারণ ছুটি থাকলেও জরুরি প্রয়োজন মনে করলে যে কোন মন্ত্রণালয় খোলা রাখা যাবে বলে সাংবদিকদের জানান জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
স্বাস্থ্য বিধি মেনেই আগামী দিনে সচিবালয়ে পদচারণা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।