সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ : শেখ হাসিনা
- আপডেট সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি সন্তোষজনক উন্নতির দিকে না গেলে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী দুর্ভিক্ষ এড়াতে সাধ্যমতো কৃষি উৎপাদন বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি।
সকালে গণভবন থেকে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ আহবান জানান। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণের সুদ মওকুফের বিষয়টিও সরকার বিবেচনা করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলায় জনগনকে ধন্যবাদ জানিয়ে এ যুদ্ধে শামিল সামনের সাড়ির যোদ্ধাদের সাহস জোগাতে আবারও প্রণোদনার বিষয়টি স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, খুব শিগিগিরি ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। যারা হাত পেতে চাইতে পারে না, এই দূর্যোগে সহায়তায় তাদের সঠিক তালিকা করতে জেলা প্রশাকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।