গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গ্রহণ না করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গ্রহণ না করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে নগর বিএনপি কার্যালয়ে আন্দোলনে অংশগ্রহণকারী গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর উপস্থিত ছিলেন। এসময় আমীর খসরু আরো বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার যে ঋণ ব্যবস্থা চালু করেছে তাতে সাধারণ মানুষের কোন লাভ হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ঋণ গ্রহণও করতে পারবে না।