করোনা যুদ্ধে জয়ী হয়েছে নিউজিল্যান্ড

- আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ‘যুদ্ধে জয়ী হয়েছে’ তার দেশ। তিনি দাবি করেন, তারা করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছেন। এরপরই কঠোরতম লকডাউনের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় দেশটি।
মঙ্গলবার থেকে জরুরি নয় এমন ব্যবসা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে। তবে প্রসন্নতা অনুভবের বিরুদ্ধে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কেননা এ সময়েও জনগণকে বাড়িতে অবস্থান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা বিষয়ক সোমবারের ব্রিফিংয়ে জেসিন্দা বলেন, অর্থনীতি সচল করলেও সামাজিক জীবনযাপন চালু হচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, ভাইরাসটি দূর হয়েছে ঘোষণা করার অর্থ এই নয় যে, নতুন কোনো রোগী পাওয়া যাবে না। কিন্তু নতুন রোগীর সংখ্যা হবে কম এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য। প্রধানমন্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ডে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে। তবে এটি সতর্কতার সাথে বজায় রাখতে হবে।