গণ-পরিবহন চালুসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০২:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সাভারে অবিলম্বে গণ-পরিবহন চালুসহ ৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসষ্ট্যাণ্ড এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবহন শ্রমিকরা জানায়, দেশে করোনা ভাইরাসের কারণে তারা অবরুদ্ধ অবস্থায় আছে। গণ-পরিবহন বন্ধ থাকায় আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে তাদের। এ অবস্থায় মানবেতর দিন কাটছে পরিবহন শ্রমিকদের। একে তো ঘরে খাবার নেই, অন্যদিকে ত্রাণ সহায়তাও নেই। পরিবহন শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে এতোকাল ধরে শত শত কোটি টাকা চাঁদা তোলা হলেও এ দুর্যোগে তার কোনো খবর নেই। এদিকে, বাড়ী মালিকরা বাড়ী ভাড়ার জন্য চাপ দিচ্ছে। এ অবস্থায় রাস্তায় নামার বিকল্প নেই তাদের। শ্রমিক বিক্ষোভকালে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সাথে আলোচনার আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। স্বাভাবিক হয় যান চলাচল।