পোশাক শ্রমিকরা এপ্রিলে ন্যূনতম কাজ করলে শতভাগ বেতন পাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
যেসব পোশাক শ্রমিক এপ্রিল মাসে নুন্যতম কাজ করেছেন, তাদের শতভাগ ও করোনার কারণে যারা কাজে যোগ দিতে পারেনি, তাদের মোট বেতন ভাতার ৬০ ভাগ পরিশোধ করা হবে। শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর এমন তথ্য জানালেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
দুপুরে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে শ্রম ভবনে বৈঠক শেষে প্রতিমন্ত্রী আরো জানান, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং কোনো প্রতিষ্ঠান লে-অফও ঘোষণা করা যাবে না।সচল কারখানাগুলো স্বাস্থ্যবিধি মানছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। শ্রমিকদের জোর করে কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে-এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে, শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্নুজান সুফিয়ান।