দু-এক দিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দু-এক দিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। প্রথম ধাপে করোনায় আক্রান্ত ৩০০ রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেবে দেশের সর্ববৃহৎ এই সরকারি হাসপাতাল।
আর দ্বিতীয় ধাপে আরও ৬০০ করোনা রোগী ভর্তি করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান- শুক্রবার থেকে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তির কার্যক্রম শুরু হতে পারে। এ জন্য সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে আগামীকাল শুরু না হলে শনিবার থেকে অবশ্যই করোনা রোগী ভর্তির কার্যক্রম শুরু করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।