মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি চাকরি হারালে ছয় মাসের বেতন দেয়ার অনুরোধ
- আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে কর্মরত কোনও বাংলাদেশি চাকরি হারালে ক্ষতিপূরণ হিসেবে তাদের ছয় মাসের বেতন দেয়ার অনুরোধ করেছে সরকার।নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগের সঙ্গে টেলিফোন আলাপকালে একথা জানিয়ে এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ।
ডাচ মন্ত্রী জানান, তিনি ওই দেশগুলোতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারকে দুটি বিষয়ে বিশেষ করে অনুরোধ করেছে বাংলাদেশ। একটি হচ্ছে, ছয় মাসের বেতন সংক্রান্ত এবং অন্যটি হচ্ছে তারা যেন অভুক্ত অবস্থায় না থাকেন। তৈরি পোশাক খাতে ৩২০ কোটি ডলারের অর্ডার বাতিল হয়েছে জানিয়ে নেদারল্যান্ডের ক্রেতারা যেন অর্ডার বাতিল না করেন সেজন্য অনুরোধ করেন মোমেন। এর উত্তরে সিগরিড আশ্বস্ত করেন, ডাচ ক্রেতারা তাদের অর্ডার স্থগিত বা বাতিল করবে না।