জার্মানিতে হিজবুল্লাহর সব তৎপরতা নিষিদ্ধ
- আপডেট সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জার্মানিতে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সব তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তাদের সন্ত্রাসী সংস্থা হিসেবে আখ্যায়িত করেছে দেশটি । হিজবুল্লাহর জমায়েত, প্রকাশনা ,মিডিয়া সম্পুর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে । সংগঠনটির সম্পদও বাজেয়াপ্ত হতে পারে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, জার্মানির শহরগুলোতে বিভিন্ন মসজিদে ফজরের সময় অভিযান চালায় পুলিশ । কর্মকর্তাদের বিশ্বাস, এসব মসজিদের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই শিয়া গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, হিজবুল্লাহর কার্যক্রম ফৌজদারি আইনের লঙ্ঘন। সংগঠনটি আন্তর্জাতিক সমঝোতার বিরোধিতা করে আসছে। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, হিজবুল্লাহর উগ্র শাখার সঙ্গে সম্পৃক্ত এক হাজার ৫০ জন জার্মানিতে অবস্থান করছেন। জার্মানিতে শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে নিষিদ্ধ করতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী এ নিষেধাজ্ঞাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ইউরোপীয় ইউনিয়নসহ সব ইউরোপীয় দেশকে তিনি এই পদক্ষেপ নিতে আহ্বান জানান। মার্কিন ইহুদি কমিটিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।