মে দিবসে গার্মেন্ট কারখানা খোলা রাখায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মে দিবসে গার্মেন্ট কারখানা খোলা রাখায়, সাভারের হেমায়েতপুরে এজিআই গ্রুপের পলো গার্মেন্টে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।
শ্রমিকরা জানায়, মে দিবসে কারখানা কর্তৃপক্ষ ছুটি না দিয়ে কারখানা চালু রাখায় সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে কারখানা বন্ধের দাবী জানায়। কারখানা কর্তৃপক্ষ এসময় বন্ধে টালবাহানা শুরু করলে, বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষুব্ধ শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ করতে থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় সাভার-সিংগাইর সংযোগ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে মালিক পক্ষের লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ী ফিরে যায়।