নানা বিতর্কের কারণে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইকা সাহাদাতকে প্রত্যাহার
- আপডেট সময় : ০৮:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের চাল চুরির অপরাধে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে বরখাস্তের পর নানা বিতর্কের কারণে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার এক প্রজ্ঞাপনে কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা আকতারকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আর ৩ দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দিয়ে প্রত্যাহারকৃত ইউএনও সাইকা সাহাদাতকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে প্রত্যাহারকৃত ইউএনও সাইকা সাহাদাতের বিরুদ্ধে ১৫ টন চাল কেলেংকারীতে চেয়ারম্যানের সাথে যোগসাজশের অভিযোগ আনা হয়। একই অপরাধে বিতর্কিত চেয়ারম্যান জাহেদকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। আলোচিত এ ঘটনায় টৈটং ইউ.পি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও দায়ের করা হয়েছে।