করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ পার হলেও দশ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে
- আপডেট সময় : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ পার হলেও দশ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত এই ভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ লাখ ১৪ হাজার ৯১৬ জন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩২ লাখ ৫৭ হাজার ৬৬০ জনে। আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৩৩ হাজার ৪১৬ জন। মারা যাওয়াদের এক চতুর্থাংশের বেশি মানুষই যুক্তরাষ্ট্রের। সেখানে ৬৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ লাখ ৬০ হাজার ৮২৬ জন। এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৯৫৭ জনই সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই আছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও জার্মানি। স্পেনে দুই লাখ ১৩ হাজারের বেশি আক্রান্তের মধ্যে এক লাখ ১২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে। ইতালিতে দুই লাখ ৫ হাজারের বেশি আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭৫ হাজার ৯৪৫ জন। যুক্তরাজ্যে ১ লাখ ৭২ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।