এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও পরিশ্রমের ফসল ঘরে তুলতে পারছে না কৃষক
- আপডেট সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও পরিশ্রমের ফসল ঘরে তুলতে পারছে না কৃষক।নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা না গেলে কাল বৈশাখীতে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। করোনার প্রভাবে বাইরে থেকে আসতে পারছে না কোন শ্রমিক। জেলাতেও বরাবরের মতো অপ্রতুল ধানকাটা শ্রমিক।
খুলনার ডুমুরিয়ার ঘুটুদিয়া বগার বিলে কৃষ্ণপদ মন্ডল ও নীলিমা দম্পতি শ্রমিক না পেয়ে, নিজেরাই এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। জেলায় অঘোষিত লকডাউনে শ্রমিক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই নিজেদের মতো করেই ধান কাটা শুরু করেছেন তারা। যতোদূর চোখ যায় সবুজের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে ধানের ছড়া। এমন দৃশ্য ভালো লাগলেও পরের দৃশ্যটা বড়োই করুন। এবার ফলন ভালো হয়েছে। তবে করোনার কারণে শ্রমিক আর সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন কৃষক।
কৃষি কর্মকর্তা বললেন, পুরো ধান কাটা শুরু হলে শ্রমিকের সংকট কিছুটা থাকতে পারে।তবে সমস্যা উত্তরণে কিছু হারভেস্টিং মেশিন ব্যবহার করা হবে। সামজিক দূরত্ব বজায় রেখে ধান কাটার সময় কৃষক ও শ্রমিকরা যাতে কোন প্রকার হেনস্থার শিকার না হয়, সেজন্য উপজেলা প্রশাসন নজরদারি করবে।