বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারও জানালো, কোভিড-১৯ এর উৎস প্রাকৃতিক
- আপডেট সময় : ০২:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার উৎস চীনা গবেষণাগারে হয়েছে এমন দাবির একদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও আবারও জানালো, কোভিড-১৯ এর উৎস প্রাকৃতিক। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সংস্থাটির জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান মাইকেল রায়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রাণঘাতী এই ভাইরাস প্রাণি থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। গত বছর চীনের উহানের একটি মাংসের বাজার থেকে তা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে বিশ্বে ৩৩ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৭৫ জন। বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের। করোনাভাইরাসে উৎস চীনের উহানের একটি গবেষণাগার বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে চীন।