মালিকদের এখন উচিত শ্রমিকদের পাশে থাকা: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা সংকট একটি বৈশ্বিক সংকট। এ সংকটে শ্রমিকদের প্রতি তৈরিপোশাক শিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পোশাক শিল্প মালিকদের পাশে রয়েছে সরকার। তাই মালিকদের এখন উচিত শ্রমিকদের পাশে থাকা। সকালে সরকারি বাসায় অনলাইন ব্রিফিংকালে একথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। ওবায়দুল কাদের আরো বলেন, দেশ ও জাতির এ সংকটকালে সম্মুখ সারির যোদ্ধাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে জাতি। এ লড়াইয়ে ধৈর্য্য হারালে চলবে না। সরকার কর্মহীন মানুষদের পাশে আছে উল্লেখ করে তিনি জানান, জেলা ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে, তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনকে এ বিষয়টি গুরুত্বের সাথে নেয়ার আহবান জানান তিনি।