প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং–উন
- আপডেট সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
প্রায় তিন সপ্তাহ পর এই প্রথম প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং–উন। শনিবার দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। কিমের অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এমন কানাঘুষাও শুরু হয় যে তিনি মারা গেছেন।
উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুক্রবার পিয়ংইয়ংয়ের উত্তরে সানচং এলাকায় একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কিম। সেখানে তিনি ফিতা কাটছেন—এমন ছবি প্রকাশ করা হয়। তবে তাঁর উপস্থিতির বিষয়টি যাচাই করা যায়নি। গত ১৫ এপ্রিল কিমের দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিন ছিল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিম অনুপস্থিত ছিলেন। দেশের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিতির কারণে কিমের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। কিমের মৃত্যু হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্বে উত্তরসূরি কে হবেন, এমন প্রশ্নও ওঠে। তবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলে আসছে, কিম জং–উন সুস্থ আছেন। করোনা থেকে বাঁচতে তিনি গা-ঢাকা দিয়েছেন।