ময়মনসিংহের ভালুকায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ হানিফ মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গেলো রাতে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। হানিফ মিয়া ভালুকা পৌরসভার খারুয়ালী এলাকার বাসিন্দা।