কিম জং উন সুস্থ অবস্থায় জনসন্মুখে আসায় আনন্দ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উত্তর কোরীয় নেতা কিম জং উন সুস্থ অবস্থায় ফের জনসন্মুখে আসায় আনন্দ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ট্রাম্প জানান, এ নিয়ে তিনি খুশি।এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদা ইল সাং-এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়। জাপানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশন তার মৃত্যুর খবরও দেয়। শনিবার কিমের ‘ফিরে আসা’ নিয়ে স্বস্তি প্রকাশ করে টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘তিনি ফিরে এসেছেন এবং ভালো আছেন দেখে আমি খুশি।